দায়িত্ব পরিহার নীতি (Disclaimer)
১. তৃতীয় পক্ষের পণ্য
আমাদের ওয়েবসাইটে যে কোনো তৃতীয় পক্ষের পণ্য, সফটওয়্যার বা ব্র্যান্ডের নাম ব্যবহৃত হয়ে থাকলে, তা শুধুমাত্র চিত্রণ বা পরিচয়ের উদ্দেশ্যে। আমরা কোনো অফিসিয়াল প্রতিনিধি বা অথরাইজড রিসেলার নই, যদি না স্পষ্টভাবে তা উল্লেখ করা হয়।
২. ব্যবহারের দায়িত্ব
আপনি যেকোনো সফটওয়্যার বা পণ্য ব্যবহারের পূর্বে নিজ দায়িত্বে যাচাই করবেন। আমরা কোনো প্রকার ক্ষতির জন্য দায়ী থাকবো না যা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হতে পারে।
৩. ডাউনলোড ও কনটেন্ট
আমরা চেষ্টা করি যেন সকল কনটেন্ট ভাইরাস ও ম্যালওয়্যার মুক্ত থাকে, তবুও আপনি নিজ দায়িত্বে ফাইল ডাউনলোড করবেন। আপনার ডিভাইসের নিরাপত্তা আমাদের দায়িত্ব নয়।
৪. কপিরাইট ফ্রি রিল ভিডিও সংক্রান্ত
আমরা যে রিল ভিডিওগুলো সরবরাহ করি সেগুলো ১০০% কপিরাইট ফ্রি বলে গণ্য করা হয়, তবে সেগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের দেওয়া গাইডলাইন অনুসরণ করা বাধ্যতামূলক। যেকোনো ভুল এডিট, অপব্যবহার, বা নিয়ম না মানার কারণে কপিরাইট ক্লেইম/স্ট্রাইক এলে তার সম্পূর্ণ দায় কাস্টোমারের নিজের। আমরা কোনো ধরনের আইনি বা প্ল্যাটফর্ম সংক্রান্ত সমস্যার দায়ভার গ্রহণ করি না।
৫. পরিবর্তনের অধিকার
Azeen.store যে কোনো সময় এই Disclaimer পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। ব্যবহারকারীর উচিত নিয়মিত এই পেইজটি পর্যালোচনা করা।